হলো ব্লক ব্যবহারের উপকারীতাঃ
- পাথরকুচি, সিমেন্ট, সিলেকশন ও অন্যান্য নির্মান সামগ্রীর সমন্বয়ে তৈরী। তাই সনাতন পদ্ধতিতে তৈরী মাটির ইটের চাইতে মজবুত ও টেকশই।
- প্লাষ্টার সহ কিংবা ছাড়া দু’ভাবেই ব্যবহার করা যায়।
- এটি প্রচলিত ইট প্রায় ৫টির সমান তাই নির্মান ব্যায় অন্তত ৩০% কম হয়।
স্কয়ার জয়েন্ট হওয়ায় ভূমিকম্পে ধ্বসে পড়ার সম্ভাবনা হ্রাস পায়। - এর ব্যবহারে দেয়ালে নোনা ধরা রোধ হয় তাই দেয়ালের স্থায়ীত বৃদ্ধিপায়। এছাড়াও দেয়ালের রং দীর্ঘস্থায়ী হয়।
- নির্মান কাজে সিমেন্টের মশলা ৩০% কম লাগে এবং ৪০% পর্যন্ত লেবার খরচ সাশ্রয়ী হয়।
- দেয়ালের বাহির ও ভেতরের মধ্যকার তাপমাত্রার পার্থক্য ৪-৬ডিগ্রী থাকায় গ্রীষ্মকালে ঢান্ডা ও শীতকালে ঘরের ভেতরে গরম অনুভূত হবে। ফলে বিদ্যুত সাশ্রয় হবে।
Reviews
There are no reviews yet.